Matir Katha (মাটির কথা)

Matir Katha (মাটির কথা)

Like other states of India, many people in West Bengal are farmers by profession. By farming, they not only earn money for themselves but also provide food to the common people throughout the year. Although agriculture plays a major role in the economy of the state, the financial condition of farmers is not satisfactory. On the other hand, the life of the farmers is in dire straits due to the influence of the middlemen due to not getting fair prices for the crops. Even if they have land, many of them do not know the modern farming process. As a result, they have to face huge financial losses. To overcome this problem matir katha has been introduced for farmers. Farmers are benefiting from it.

ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও অনেক মানুষ পেশায় কৃষক। কৃষিকাজ করে তারা শুধু নিজেদের জন্যই অর্থ উপার্জন করে না, সারা বছরই সাধারণ মানুষকে খাদ্য সরবরাহ করে। রাজ্যের অর্থনীতিতে কৃষি প্রধান ভূমিকা পালন করলেও কৃষকদের আর্থিক অবস্থা সন্তোষজনক নয়। অন্যদিকে ফসলের ন্যায্য দাম না পাওয়ায় মধ্যস্বত্বভোগীদের প্রভাবে কৃষকদের জীবন অতিষ্ঠ। জমি থাকলেও তাদের অনেকেই আধুনিক চাষাবাদ পদ্ধতি জানেন না। ফলে তাদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। এ সমস্যা থেকে উত্তরণের জন্য কৃষকদের জন্য মাটির কথা চালু করা হয়েছে। এতে লাভবান হচ্ছেন কৃষকরা।

Rural Bengal covers vast areas of countryside and riverine land. Many people in this state are farmers by profession. By farming, they not only earn money for themselves but also provide food to the common people throughout the year. The people of Bengal are dependent on agricultural production and there is no dearth of cultivation throughout the year in Bengal. Despite this, the daily financial condition of farmers is not improving. Looking at the socio-economic condition of the farmers, the picture that emerges is not rosy at all.

The question of why is deep in this situation. But what has been the solution? A solution is in progress. West Bengal government is trying to be a farmer’s friend through the matir katha. Farmers will benefit from this. Agricultural infrastructure will be improved.

What is matir katha? (মাটির কথা কি?)

Farmers work tirelessly but they do not see profit in the hands of middlemen. Farmers sell their produce to middlemen at very low prices. But in many cases, it reaches the common man at a high cost. But farmers are not responsible for this. In between, middlemen make financial gains for doing nothing. The West Bengal government first sought to draw attention to this long-standing injustice through the matir katha project. They have created a portal called Mati Katha. The portal has many purposes. And every target is trying to meet matir katha.

কৃষকরা অক্লান্ত পরিশ্রম করলেও মধ্যস্বত্বভোগীদের হাতে লাভের মুখ দেখে না। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য মধ্যস্বত্বভোগীদের কাছে খুব কম দামে বিক্রি করে। কিন্তু অনেক ক্ষেত্রেই তা সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় চড়া দামে। তবে এর জন্য কৃষকরা দায়ী নয়। এর মধ্যে, মধ্যস্বত্বভোগীরা কিছুই না করে আর্থিক লাভ করে। মাটির কথা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার প্রথমে এই দীর্ঘস্থায়ী অবিচারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল। তারা মাটির কথা নামে একটি পোর্টাল তৈরি করেছে। পোর্টালটির অনেক উদ্দেশ্য রয়েছে। আর প্রতিটি টার্গেট পূরণের চেষ্টা করছে মাটির কথা।

Overview of matir katha

Scheme name:matir katha
Official website:matirkatha.net   
Department:Department of agriculture, India
First launched in:2016
Agricultural mechanization 2022-23 apply:https://wbfarm22.matirkatha.net/applicant2223/
User login:https://agriinput.matirkatha.net/applicants/sign_in
Daily weather update:https://matirkatha.net/weathers
Helpline:8335858732

Main Motives of matir katha (মাটির কথার মূল উদ্দেশ্য)

Making West Bengal self-reliant in agriculture was the primary aim of matir katha. For this, the state government has taken some major steps.

  • Govt has brought five important departments of the state under one roof on the matir katha portal. These include agriculture, agricultural marketing, animal husbandry, fisheries, and horticulture.
  • Farmers can communicate directly with buyers through this portal and buyers can know that farmers are selling their produce at the right price.
  • The crop calendar is given special importance in this portal. This portal is not just a sales website. Through this, the farmers will sell and which way to go will be easy and profitable for them to produce.
  • What kind of seeds are there, how much is in stock at the moment, what is the price, how is the quality of the seeds, in which area according to the crop calendar, what kind of cultivation can be done in which season, information about different soils and fertilizers can be found on this matir katha portal.
  • The portal also contains detailed information on various cultivation methods, various crop diseases, and ways to get rid of those diseases.

পশ্চিমবঙ্গকে কৃষিতে স্বনির্ভর করাই ছিল মাটির কথার প্রাথমিক লক্ষ্য। এর জন্য রাজ্য সরকার কিছু বড় পদক্ষেপ নিয়েছে।

  • মাটির কথা পোর্টালে রাজ্যের পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগকে এক ছাদের নিচে নিয়ে এসেছে সরকার। এর মধ্যে রয়েছে কৃষি, কৃষি বিপণন, পশুপালন, মৎস্য ও উদ্যানপালন।
  • কৃষকরা এই পোর্টালের মাধ্যমে ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ক্রেতারা জানতে পারবেন যে কৃষকরা তাদের পণ্য সঠিক দামে বিক্রি করছেন।
  • এই পোর্টালে ফসলের ক্যালেন্ডারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই পোর্টাল শুধুমাত্র একটি বিক্রয় ওয়েবসাইট নয়. এর মাধ্যমে কৃষকরা বিক্রি করবেন এবং কোন পথে যাবেন তাদের জন্য উৎপাদন সহজ ও লাভজনক হবে।
  • কী ধরনের বীজ আছে, এই মুহূর্তে কতটা মজুদ আছে, দাম কী, বীজের মান কেমন, ফসলের ক্যালেন্ডার অনুযায়ী কোন এলাকায়, কোন মৌসুমে কী ধরনের চাষ করা যায়, তথ্য। এই মাটির কথা পোর্টালে বিভিন্ন মাটি এবং সার পাওয়া যাবে।
  • পোর্টালটিতে বিভিন্ন চাষ পদ্ধতি, বিভিন্ন ফসলের রোগ এবং সেই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে।

Advantages of matir katha (মাটির কথার উপকারিতা)

Soil and Water Conservation:

How to conserve water to deal with problems like drought, to overcome various soil problems, and above all, how rainwater can be used for irrigation purposes by conserving rainwater. You can call 033-2225-4252 for problem-solving.

Agricultural Assessment:

Call 033-2476-1492 for detailed information on agricultural census, crop value, land use in nada, and wages of agricultural laborers.

Geo-tagging:

Its main purpose is to keep track of different types of farms, to keep track of what is going on in block-level agriculture, etc.

Disclosure:

Various questions related to the cultivation of paddy, wheat, dal, oilseeds, maize, sugarcane, potato, etc., vermicomposting, how grains are packed, etc. are answered.

Government Schemes:

Various schemes related to agriculture are explained here simultaneously.

Scheme Reporting:

This sector deals with various financial accounts related to agriculture in each district. All those reports are reviewed by the head office.

Agriculture Department Services:

These services include a soil health card, farmer friend, an online license system, the solution to various crop problems, answers to various queries related to Bengal crop seeds, access to the ‘Matir Katha Krishak Katha’ app, scientific farming, integrated pest and disease management, weather etc. Various tips to call the toll-free number for, Agriculture Pathshala and Agriculture Mechanization.

The success of Matir Katha (মাটির কথার সাফল্য)

Apart from bringing agriculture under the e-system, three computers have been installed in all the block agriculture offices of the state so that the farmers in different areas of the state can avail of the portal. Internet access is essential to use the portal. Block computer also has that system. Apart from having laptops, projectors, and computers with internet connectivity under the e-governance scheme, sub-district, district, range, and state agriculture departments are regularly receiving various services of the matir katha scheme. This scheme was started in 2014-15 to facilitate the farmers. But this scheme was started across the state in 2015-16.

কৃষিকে ই-সিস্টেমের আওতায় আনার পাশাপাশি, রাজ্যের সমস্ত ব্লক কৃষি অফিসে তিনটি কম্পিউটার ইনস্টল করা হয়েছে যাতে রাজ্যের বিভিন্ন এলাকার কৃষকরা পোর্টালটির সুবিধা নিতে পারেন। পোর্টাল ব্যবহার করার জন্য ইন্টারনেট অ্যাক্সেস অপরিহার্য। ব্লক কম্পিউটারেও সেই ব্যবস্থা আছে। ই-গভর্নেন্স স্কিমের অধীনে ইন্টারনেট সংযোগ সহ ল্যাপটপ, প্রজেক্টর এবং কম্পিউটার থাকা ছাড়াও, উপ-জেলা, জেলা, রেঞ্জ এবং রাজ্য কৃষি বিভাগগুলি নিয়মিত মাটির কথা প্রকল্পের বিভিন্ন পরিষেবা গ্রহণ করছে। কৃষকদের সুবিধার্থে এই প্রকল্পটি 2014-15 সালে শুরু হয়েছিল। কিন্তু এই প্রকল্পটি 2015-16 সালে রাজ্য জুড়ে শুরু হয়েছিল।

How to avail the benefits of the matir katha Scheme?

Internet is required on mobile phones or computers to access various services of the matir katha project. The scientific method, essential questions, problems, etc. of 93 types of crops are clearly explained in this application. Besides, any kind of query related to farming can be done through the mobile app. Answers will be available on mobile phones, through SMS. So far around 26000 questions related to agriculture have been answered on the matir katha portal.

By 2017-18, the World Bengal Trade Conference launched the ‘Maati Katha Kishak Katha’ mobile application for farmers. If a farmer is not able to avail soil talk through the internet, he can call the toll-free number to inquire about his various difficulties. Recently Matir Katha Online Licensing has started again. Through this, entrepreneurs or businessmen can contact if they are interested in trading seeds, fertilizers, or chemicals. You can get a license online. For this, the applicant businessman has to visit the office only once to verify all his documents.

The rest of the work will be done completely online. A license will be available within one month. According to the sources of the department, till 2016-17, the state government has spent 19.40 crore rupees for e-system in agriculture. Another Rs.4.35 crore has been allocated in 2017-18 for this purpose.

মাটির কথা প্রকল্পের সুবিধাগুলি কীভাবে পাবেন?

মাটির কথা প্রকল্পের বিভিন্ন সেবা পেতে মোবাইল ফোন বা কম্পিউটারে ইন্টারনেট প্রয়োজন। এই অ্যাপ্লিকেশনটিতে 93 ধরনের ফসলের বৈজ্ঞানিক পদ্ধতি, প্রয়োজনীয় প্রশ্ন, সমস্যা ইত্যাদি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। এছাড়া কৃষিকাজ সংক্রান্ত যে কোনো ধরনের জিজ্ঞাসা মোবাইল অ্যাপের মাধ্যমে করা যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে উত্তর পাওয়া যাবে। মাটির কথা পোর্টালে এ পর্যন্ত কৃষি সংক্রান্ত প্রায় 26000টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

2017-18 সালের মধ্যে, বিশ্ব বেঙ্গল বাণিজ্য সম্মেলন কৃষকদের জন্য ‘মাটি কথা কৃষক কথা’ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। যদি কোনো কৃষক ইন্টারনেটের মাধ্যমে মাটির কথা বলতে না পারেন, তাহলে তিনি টোল-ফ্রি নম্বরে কল করে তার বিভিন্ন সমস্যার কথা জানতে পারেন। সম্প্রতি মাটির কথা অনলাইন লাইসেন্সিং আবার শুরু হয়েছে। এর মাধ্যমে উদ্যোক্তা বা ব্যবসায়ীরা বীজ, সার বা রাসায়নিক ব্যবসায় আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন।

আপনি অনলাইনে লাইসেন্স পেতে পারেন। এর জন্য, আবেদনকারী ব্যবসায়ীকে তার সমস্ত নথি যাচাই করার জন্য শুধুমাত্র একবার অফিসে যেতে হবে। বাকি কাজ সম্পূর্ণ অনলাইনে করা হবে। এক মাসের মধ্যে লাইসেন্স পাওয়া যাবে। দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১৬-১৭ সাল পর্যন্ত রাজ্য সরকার কৃষিতে ই-সিস্টেমের জন্য 19.40 কোটি টাকা খরচ করেছে। এই উদ্দেশ্যে 2017-18 সালে আরও 4.35 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

How to contact (কিভাবে যোগাযোগ করবেন)

Various services of matir katha can be availed through computer, mobile phone, internet or by calling toll free number. Here is the list of how to do it.

Method Link or NumberTimeline
Computerwww.matirkatha.gov.in24/7
Mobile Application24/7
Mobile Toll free callingMonday-Saturday

Matir Katha required documents

  • PAN Card
  • Passport Photo (JPEG Format Only)
  • Copy of trade license
  • Copy of rent receipt
  • Copy of certificates/ deed
  • Copy of Partnership Deed
  • Copy of Challan for a fee payable to RBI/Treasury Bank- must be submitted to the concerned office at the time of obtaining the approved license (nonrefundable)

প্রয়োজনীয় নথিপত্র

১) আবেদনকারীর ভোটার কার্ড।
২) আধার কার্ড।
৩) নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার।
৪) মোবাইল নাম্বার।
৫) কৃষক বন্ধু আইডি নাম্বার।
৬) জমির পর্চা।
৭) মেশিনের নাম, মডেল নাম্বার ইত্যাদি।

Matir Katha Online Application process

If you want to get the all premium benefits under Matir Katha, you have to complete the online registration process which is very easy.

আপনি যদি মাটির কথার অধীনে সমস্ত প্রিমিয়াম সুবিধা পেতে চান তবে আপনাকে অনলাইন নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে যা খুব সহজ।

  • First, you have to visit the official website of Matir West Bengal Portal or the official website of matir katha.
  • After that, must click on the login button or click on this link.
  • That’s it, now you will come to a page, click on User Login, and register yourself.
  • Finally, complete the login process again with your login ID and password and you will be able to apply for services.
  • প্রথমে, আপনাকে মাটির পশ্চিমবঙ্গ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট বা মাটির কথার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে।
  • এর পরে, লগইন বোতামে ক্লিক করতে হবে বা এই লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এটাই, এখন আপনি একটি পৃষ্ঠায় আসবেন, User Login এ ক্লিক করুন এবং নিজেকে নিবন্ধন করুন।
  • অবশেষে, আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগইন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন এবং আপনি পরিষেবাগুলির জন্য আবেদন করতে সক্ষম হবেন।

Matir Katha app download process

You have to follow some easy steps to download the Matir Katha app.

  • First, visit the Google Play Store.
  • Now you can search for Matir Katha, an application developed by InGreens.
  • After that, You have to install the app on your phone. The app is lightweight so it can be easily downloaded but if your Android version is newer, you probably won’t be able to download the app.

Download link: https://play.google.com/store/apps/details?id=com.ingreens.mkfarmer

Last words

The Matir Katha portal and the Matir Katha Krishoker Katha mobile application are not just a product of modern thinking. Rather it can be said that this portal-app project has become a true friend to farmers and has implemented several such concepts under one roof, benefiting both buyers and sellers.